অর্থনীতিতথ্য প্রযুক্তিব্যাংকব্যাংক ও বীমা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি কে দুদকে তলব

ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে পৃথক পৃথক সময়ে তাঁদের রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার স্বাক্ষরিত একটি চিঠি ইউনিয়ন ব্যাংকের এমডি বরাবর পাঠানো হয়েছে।

যাঁদের দুদক ডেকেছে, তাঁরা হলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দিন ইকবাল চৌধুরী, হেড অব এফএডি রুহুল আমিন, এফএডি কর্মকর্তা মাহফুজুল করিম, গুলশান শাখা কর্মকর্তা বোরহান উদ্দিন, গুলশান শাখার ক্যাশ ইনচার্জ আবদুল হালিম, অপারেশন ম্যানেজার রাশিদ শহীদ ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান খান।

চিঠিতে বলা হয়েছে, তাঁরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিলের কোটি কোটি টাকা ও ব্যাংকের অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে অর্থ লোপাট এবং এ জে কনস্ট্রাকশনের নামে এমটিডিআরের বিপরীতে ১৫ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button