প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৭:২৪ এ.এম
আকিজ তাকাফুল ও শাহরিয়ার স্টিল এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত

সম্প্রতি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এর মধ্যে " গ্রুপ লাইফ এবং পারসোনাল এক্সিডেন্ট ইন্স্যুরেন্স" চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জীবন বীমা প্রত্যেকটি কর্মী নির্ভর প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এর সকল কর্মকর্তা লাইফ এবং পারসোনাল এক্সিডেন্ট’র সুযোগ সুবিধা আকিজ তাকাফুল লাইফ ইস্যুরেন্স পিএলসি কাভার করবে চুক্তি অনুযায়ী।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি -এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ কর্পোরেট বিজনেস অফিসার, জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ তাদের কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডঃ সায়েম আহমেদ- সিইও, মোহাম্মদ রায়হান মল্লিক (জিএম, মার্কেটিং এন্ড সেলস), মোঃ সিদ্দিকুর রহমান (ম্যানেজার, ফাইন্যান্স)। আকিজ তাকাফুল থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদুল করিম (কনসালটেন্ট, অপারেশন), আব্দুস সালাম খন্দকার (ইভিপি ও এইচওডি -ফাইন্যান্স এবং একাউন্টস), পারভেজ (ডিভিপি এন্ড এইচওডি, ইন্টারনাল অডিট এ্যান্ড কমপ্লায়ান্স), চেীধুরি সালেহ্ ফেরদেীস (এ্যাসিস্টেন্ট ম্যানেজার-গ্রুপ সেলস্)।
সম্পাদক- এ কে এম জুনাইদ,
নির্বাহী সম্পাদক-মোঃ জাহিদুল ইসলাম,
বার্তা সম্পাদক-মোঃ মতিউর রহমান
admin@bankbimapratidin.com,
bankbimapratidin@gmail.com
www.bankbimapratidin.com
Copyright © 2025 Bank Bima Pratidin. All rights reserved.