প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর মধ্যে “গ্রুপ জীবন এবং দুর্ঘটনা বীমা” চুক্তি স্বাক্ষরিত
সম্প্রতি আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা (
Pan Pacific Sonargaon Dhaka ) -এর মধ্যে একটি "গ্রুপ জীবন এবং দুর্ঘটনা বীমা" চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি -এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সি.সি.), জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা -এর ম্যানেজার জনাব রবিন জে. এডওয়ার্ড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা -এর সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি -এর গ্রুপ জীবন এবং দুর্ঘটনা বীমা সেবার আওতাভুক্ত থাকবেন। অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিনিধি হিসেবে, জনাব মহিউদ্দিন (এসভিপি - আন্ডাররাইটিং, রিইন্স্যুরেন্স এন্ড ক্লেইম), জনাব এস এম মোরসেলিম (ভিপি - গ্রুপ সেলস) এবং জনাব এ, বি, এম, সাজ্জাদ হোসেন (সিনিয়র অফিসার - ব্র্যান্ড এন্ড ক্রিয়েটিভ) উপস্থিত ছিলেন। পাশাপাশি প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা -এর পক্ষ থেকে জনাব আসিফ আহমেদ (এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - ফাইন্যান্স), জনাব মোঃ মাহবুবুল ওয়াহিদ (ডাইরেক্টর - পিপোল এন্ড কালচার) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অত্যাবশ্যকীয় জীবন বীমা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। ইসলামী নীতিমালা মেনে গ্রাহকদের স্বচ্ছ ও নির্ভরযোগ্য জীবন বীমা সমাধান প্রদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এছাড়াও যুগোপযোগী ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানে আকিজ তাকাফুল এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ই-মেইল-bankbimapratidin@gmail.com
সম্পাদক
: এ কে
এম জুনাইদ
নির্বাহী
সম্পাদক : মোঃ
জাহিদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ব্যাংক বীমা প্রতিদিন