প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে ঢাকাস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে ১১ ফেব্রয়ারি Business Progress Meeting-2024 অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাসিক ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) এবং জনাব মো: মিজানুর রহমান, কনসালটেন্ট।
ডিসেম্বর ক্লোজিং- ২০২৩, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় শরীফ মো: শহিদুল ইসলাম (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল, ঢাকা।
২য় মাহমুদুল হাসান (ইভিপি), ময়মনসিংহ
৩য় তাসলিমা আক্তার হেপি (ইভিপি), মিরপুর, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন মীর হোসেন (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় মো. মাহাবুবুর রহমান (এসভিপি), ময়মনসিংহ।
৩য় মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া।
১ম স্থান অর্জন করেছেন জনাব মালিক মো: ফজলে কাফি (ডিজিএম), ময়মনসিংহ
২য় মো: হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট
৩য় বিনয় ভূষণ শীল (ডিজিএম), নোয়াখালী
জানুয়ারি ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় শরীফ মো: শহিদুল ইসলাম (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
১ম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান (ইভিপি), ময়মনসিংহ
২য় মো: কাউছার আলী (ইভিপি), সৈয়দপুর
৩য় মো. নজরুল ইসলাম (ইভিপি), চিটাগাং রোড
২য় স্থান অর্জন করেছেন মীর হোসেন (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো: রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া।
১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ এমরান হোসাইন সোহেল (ডিজিএম), ময়মনসিংহ
২য় বিলকিস আক্তার (ডিজিএম), চিটাগাং রোড
৩য় মো: জাহাঙ্গীর আলম (ডিজিএম), খুলনা