সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসি’র চেয়্যারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের ৩১ জানুয়ারির বিআরপিডির সূত্র ডিএ/২০২৪-৯৯৮ অনুসারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও ও এমডি হিসেবে যোগদানের আগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।
এছাড়াও আফজাল করিম বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে।
ই-মেইল-bankbimapratidin@gmail.com
সম্পাদক : এ কে এম জুনাইদ
নির্বাহী সম্পাদক : মোঃ জাহিদুল ইসলাম