প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মাসিক সেলিব্রেশন প্রোগ্রাম ও ডিভিশন সমন্বয় সভা অনুষ্ঠিত
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ডিসেম্বর-২৩ ক্লোজিং মাসে বিজয়ী কর্মকর্তাদের নিয়ে আজ চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে মাসিক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় উপদেষ্টা জনাব এম কামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির প্রাক্তন উদ্যোক্তা পরিচালক ও আল আরাফাহ ইসলামি ব্যাংক লিঃ এর মাননীয় পরিচালক জনাব এম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় পরিচালক এবং এফবিসিসিআই এর পরিচালক জনাব মোঃ সহিদুল হক মোল্লা। অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি এন্ড সিএফও জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ও ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ জনাব মোঃ ফাখরুল ইসলাম, এএমডি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। কোম্পানির সকল ডিভিশন ইনচার্জসহ বিজয়ী সার্ভিস সেন্টার ও জোনাল ইনচার্জগণ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। কোম্পানী সচিব জনাব মোহাম্মদ আলী সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এম কামাল উদ্দীন বিজয়ী কর্মকর্তাদের মাঝে সেলিব্রেশন সনদ প্রদান করেন। বিকালের সেশনে ডিভিশন ইনচার্জগণকে নিয়ে ব্যবসা পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই ২০২৪ সালে ব্যবসায়িক টার্গেট শতভাগ পূরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ই-মেইল-bankbimapratidin@gmail.com
সম্পাদক
: এ কে
এম জুনাইদ
নির্বাহী
সম্পাদক : মোঃ
জাহিদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ব্যাংক বীমা প্রতিদিন