সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

মাসে ২ লাখ টাকা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

মাসে ২ লাখ টাকা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: মাসে ২ লাখ টাকা অনারিয়াম বা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামান। গত জুন মাস থেকে তিনি বীমা কোম্পানিটি থেকে নির্ধারিত হারে এই সম্মানী নিচ্ছেন। অথচ আইন বলছে, বোর্ড মিটিং ফি ব্যতিত অন্য কোন উপায়ে বেতন-ভাতা বা সম্মানী নেয়ার সুযোগ নেই বীমা কোম্পানির পরিচালকদের।

আইডিআরএ’র নির্দেশনা অনুসারে বীমা কোম্পানির একজন পরিচালক বোর্ড বা পর্ষদ সভায় যোগদান করলে সর্বোচ্চ ৮ হাজার টাকা হারে মিটিং ফি গ্রহণ করতে পারেন। ২০১৮ সালের ৩১ মে বেসরকারি বীমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য এই নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

এ ছাড়াও আইডিআরএ’র নির্দেশনা অনুসারে পর্ষদ চেয়ারম্যান কোম্পানির অর্থে কেনা সর্বোচ্চ ৮৫ লাখ টাকার একটি গাড়ি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে গাড়ির জ্বালানী খরচ তিনি কোম্পানি থেকে নিতে পারেন। তবে নির্ধারিত হারে তার বেতন-ভাতা বা সম্মানী নেয়ার কোন সুযোগ নেই।

সূত্র মতে, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৩৮তম বোর্ড সভায় কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত হন এ এস এম ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে কোম্পানির ২৪০তম বোর্ড সভায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত হারে মাসিক সম্মানীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এই সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৮ জুন।

ওই বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ৬ জুলাই চেয়ারম্যানের জন্য মাসিক ২ লাখ টাকা সম্মানী নির্ধারণ করে একটি নোট অনুমোদন করা হয়। নোটে ‘উপযুক্ত কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী’ সম্মানী নির্ধারণ এবং ১ জুন ২০২৩ তারিখ থেকে এটি কার্যকর বলে উল্লেখ করা হয়।

বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. ইকবাল মাহমুদ ও কোম্পানি সেক্রেটারি (সিসি) সোহেল মাহামুদ ওই নোটে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে কোম্পানিটির পরিচালক মতিউর রহমানকে নোটের বিষয়টি অবহিত করতে অনুলিপি পাঠানো হয়।

এ বিষয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. ইকবাল মাহমুদ বলেন, আমাদের নতুন চেয়ারম্যান তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, মেধা ও পরিচিতিকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ জন্য তিনি প্রায় নিয়মিতই কোম্পানির অফিসে সময় দিচ্ছেন।

কোম্পানির ব্যবসায়িক উন্নয়নের স্বার্থে এবং চেয়ারম্যানের এই পরিশ্রমের সম্মাননা জানাতে পরিচালনা পর্ষদের সভায় তাকে নিয়মিত একটা সম্মানী দেয়ার সিদ্ধান্ত হয়। এই প্রেক্ষিতে তার বাসা ভাড়া ও যাতায়াত খরচসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে মাসে ২ লাখ টাকা দেয়া হচ্ছে, বলেন ইকবাল মাহমুদ।

তবে এ বিষয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

মাসে ২ লাখ টাকা সম্মানী নেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ব্যাংক বীমা প্রতিদিন