০৫ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সমগ্র বাংলাদেশ হতে আগত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক ও অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় ছাবেদ উর রহমান। ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন চীফ মার্কেটিং অফিসার মোঃ শামছুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও ভিপি কাজী মাহবুব-ই-খুদা পাশা। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের বিভাগীয় প্রধান মোজাম্মেল হক শরমান, উপঃ ব্যবস্থাপনা পরিচালকগণ ও সংগঠনের প্রধানগনেরা।
অনুষ্ঠান শেষে বীমা গ্রাহকের ১,৭৮,০০০/- টাকার মেয়াদোত্তর চেক প্রদান করা হয়।