গতকাল – ২৪ – ০৩ – ২৪ ইং তারিখে না ফেরার দেশে চলে গেলেন সদা হাস্যউজ্জ্বল বীমা কর্মকর্তা জনাব, মোঃ আব্দুল আউয়াল, ” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন”
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর মাধ্যমে বিমা পেশায় তার কর্মজীবন শুরু করেন, দীর্ঘদিন ন্যাশনাল লাইফে চাকুরী করেন।পরবর্তীতে ফারইষ্ট ইসলামী লাইফ, প্রাইম লাইফ ও রুপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ গুরুত্বপূর্ণ কবে কর্মরত ছিলেন। সর্বশেষ গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিলেন। ব্যাংক বীমা প্রতিদিন এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।