অর্থনীতিবাণিজ্যব্যাংকব্যাংক ও বীমা

আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক -

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের করা দুটি ঋণখেলাপি মামলায় আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। শহিদুল আহসান মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর দুটি প্রতিষ্ঠানের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাওনার পরিমাণ ২৯৯ কোটি টাকা।

জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ২০১৮ সালে আহসান গ্রুপের প্রতিষ্ঠান এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ঋণ নেয়। দীর্ঘদিন ঋণ শোধ না করায় ঋণগুলো খেলাপি হয়ে পড়ে। ২০২২ সালে ঋণ দুটি পুনঃ তফসিল করা হয়। দুটি প্রতিষ্ঠানের কাছে বর্তমানে ঋণের স্থিতি যথাক্রমে ১৬৬ কোটি ও ১৩৩ কোটি টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সাইফুল আলম (এস আলম) ও তাঁর ঘনিষ্ঠদের সরিয়ে স্বতন্ত্র পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ঋণ আদায়ের জন্য ব্যাংক থেকে যোগাযোগ করা হলেও এই গ্রাহক কোনো সহযোগিতা করেননি। যে কারণে ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা করে। এ মামলায় গত ১৮ ফেব্রুয়ারি শহিদুল আহসানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঋণ দুটি খেলাপি হয়ে পড়েছে। তারা পুনঃ তফসিল করার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ করছে না। আমরাও তাদের পাচ্ছি না। এ জন্য মামলা করা হয়েছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button