অর্থনীতিব্যাংক ও বীমালাইফ ইন্সুরেন্স

সোনালী লাইফের অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে মামলা চলছে : আইডিআরএ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক-

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে মামলা চলছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম। একইসাথে সোনালী লাইফের অন্তর্বর্তীকালীন বোর্ড আইনের বাইরে গিয়েই গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বীমা খাতের সংস্কার ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে সোনালী লাইফের বিদ্যমান পরিস্থতি নিয়ে এসব কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও  ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আইডিআরএ’র বোর্ড রুমে গত বুধবার (১২ মার্চ) এই সেমিনোর অনুষ্ঠিত হয়।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে ড. এম আসলাম আলম বলেন, আইনের সীমাবদ্ধতার কারণে সোনালী লাইফের বিদ্যমান পরিস্থিতি তৈরি হয়েছে। আইন অনুসারে প্রশাসক তুলে নেয়া হলে পরিচালনা পর্ষদ ফিরে আসে।

তিনি আরো বলেন, আইনে কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে প্রশাসক নিয়োগ করার। কিন্তু প্রশাসক কিভাবে কাজ করবে তার বিস্তারিত আইনে বলা নেই। আমরা বোর্ড সাসপেন্ড করতে পারি কিন্তু বাতিল করতে পারি না। আইনের এই ফাঁক-ফোকরে যারা দুর্নীতি-অনিয়মে জরিত তারাই আবার ফিরে আসে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, আমরা মামলা করতে পারি। মামলা করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদও আমরা দিচ্ছি। এর বাইরে আমরা আর কিছু করতে পারি না। বর্তমান পরিস্থিতিতে দুদক বা সিআইডি আরো অনেক বড় বিষয় নিয়ে কাজ করছে। ফলে আমরা শুধু এ বিষয়ে তাগাদা দিতে পারি। এর বাইরে আমাদের কিছু করার নেই।

তিনি আরো বলেন, বোর্ড গঠন ও পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। কিন্তু আমাদের কোন অনুমোদন নিতে হয় না। আইডিআরএ’র ক্ষমতা নেই একটা বোর্ডকে পুনর্গঠন করে দেয়ার। সোনালী লাইফে প্রশাসক নিয়োগ পরবর্তী উদ্ভুত জটিলতা নিরসনের জন্য সরকার দু’জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে অর্তবর্তীকালীন বোর্ড গঠনের নির্দেশনা দেয়। আইনের বাইরে গিয়ে এটা করতে হয় সরকারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button