প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বলেন, আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মত একটি সনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে আনন্দিত। এই চুক্তির মাধ্যমে আমরা সারাদেশে আরও বেশি সংখ্যক ব্যক্তি ও পরিবারের কাছে প্রগতি লাইফের জীবন বীমা পরিকল্পের মাধ্যমে আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা পৌছে দিতে পারব। এই ব্যাংকাস্যুরেন্স চুক্তির মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা আমাদের অকর্ষণীয় জীবন বীমা পরিকল্পসমূহ ক্রয় করার সুযোগ পাবেন।