

গতকাল সোমবার বিকালে আনুমানিক ৫ টায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি র প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলের সিটি সেন্টারের ২০ তালা থেকে daily Bangladesh diary পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আজাদুর রহমানের মোবাইলে একটি ফোন আসে, ফোনের মাধ্যমে বলা হয় এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক কে কতিপয় উশৃংখল কর্মকর্তারা জিম্মি করে রেখেছেন,আপনি কিছু সাংবাদিক নিয়ে উপরে আসেন,জনাব আজাদুর রহমান তার সহকর্মী বাংলাদেশ সমাচারের সিনি স্টাফ রিপোর্টার শেখ মনিরুল ইসলাম এবং ক্রাইম রিপোর্টার শারমিন আক্তার কে নিয়ে তিনজন সিটি সেন্টারের ২০ তলায় যান নিয়ম অনুযায়ী রিসিপশনে তিনজন সাংবাদিক তাদের আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদর্শন করেন,
এরপর রিসিপশনে বসতে বলা হয়, প্রায় দশ মিনিট পর ব্যবস্থাপনা পরিচালকের পিএস এসে সাংবাদিকদের সাথে যোগাযোগ করেন, তিনি বলেন স্যার রোজা ছিলেন এখন নামাজে আছেন, নামাজ শেষ হলে আপনাদেরকে ডাকবো,, ততক্ষনে ভিতরে প্রায় শতাধিক ঊশৃংখল কর্মকর্তা স্লোগানে মুখরিত করে রেখেছে , এবং বিভিন্ন শাখা থেকে কর্মকর্তারা প্রধান কার্যালয়ে ঢুকছেন, তার কিছুক্ষণ পর স্ব সম্মানে তিনজন সাংবাদিককে ভিতরে নেওয়া হয়, সাথে সাথে ব্যাংকের ভিতরে অবস্থান করা লোকজন সামনে থাকা সাংবাদিক আজাদকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয় মাঝখানে থাকা শেখ মনিরুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফোনটি ভেঙ্গে ফেলেন
এবং সাথে থাকা মহিলা সাংবাদিক শারমিন আক্তারকে হেনস্তা করে,তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়, যা সিসি ক্যামেরা দেখলে স্পষ্ট দেখা যাবে, পরবর্তীতে তিনজনকেই ভিতর থেকে বের করে সাইড রুমে নিয়ে আসা হয়, এবং দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়, অন্যথায় আপনাদের অসুবিধা হবে বলে হুমকি প্রদান করেন, কি ঘটেছিল ওই ব্যাংকের প্রধান কার্যলয়ে? যে এমডিকে জিম্মি করে রেখে দাবী আদায় করতে হবে! এরা কি আসলেই ব্যাংকের কর্মকর্তা! না সন্ত্রাসী? জাতি জানতে চাই?






