

সমীর কান্তি দেব ১৯৭০ ইং সালের ২ এপ্রিল বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৯ ইং সালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ এজেন্ট হিসেবে জীবন বীমা পেশায় কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে এজেন্ট থেকে পদোন্নতি পেয়ে সর্বশেষ এজেন্সি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৪ ইং সালে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ ‘রি-জোনাল ম্যানেজার‘ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ডিভিশনাল ম্যানেজার ও জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সর্বশেষ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।
তিনি ২০০৩ ইং সালে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন , পরবর্তীতে পদোন্নতি পেয়ে সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য যে কর্মরত অবস্থায় ব্যবসায়িকভাবে সফল কর্মকর্তা হিসেবে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত হন।
সর্বশেষ ২০২২ ইং সালে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ সিনিয়র ডি,এম,ডি হিসেবে যোগদান করেন । বর্তমানে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ সফলতার সাথে সমগ্র বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।